• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পুঁজিবাজারে এ সপ্তাহে যেসব বোর্ড সভা ও এজিএম হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯

চলতি সপ্তাহে পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। পাশাপাশি ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এ সপ্তাহে কোম্পানির বোর্ড সভা হবে এপেক্স ফুটওয়্যার, পদ্মা লাইফ, ইবনে সিনা, ফারইস্ট ইসলামী লাইফ, ডেসকো এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।

এর মধ্যে রোববার হবে এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা। সভায় ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ডিভিডেন্ড ঘোষণা দেবে বোর্ড।

একই দিনে পদ্মা লাইফের সভা অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং একইসঙ্গে দুই প্রান্তিক অর্থাৎ ৩১ মার্চ ২০১৭ প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০১৭ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে পদ্মা।

ইবনে সিনার সভা অনুষ্ঠিত হবে সোমবার। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একইদিনে অনুষ্ঠিত হবে ফারইস্ট ইসলামী লাইফের সভা। সভায় কোম্পানিটি একসঙ্গে দুই প্রান্তিক অর্থাৎ ৩১ মার্চ ২০১৭ প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০১৭ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

বুধবার অনুষ্ঠিত হবে লিগ্যাসি ফুটওয়্যারের বোর্ড সভা। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডেসকোর বোর্ড সভা। সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এছাড়া এ সপ্তাহে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ট্যানারি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, সান লাইফ ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স ।

এর মধ্যে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় এপেক্স ট্যানারি এজিএম করবে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামে ইন্সটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশে বিএসআরএম স্টিল এর এজিএম অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায়, এমআইআই শমরিতা হাসপাতাল ও মেডিসিন কলেজ অডিটোরিয়ামে এজিএম করবে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।

এদিকে ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টাওয়ারের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এজিএম হবে। রাওয়া কনভেনশন হলে এজিএম করবে সান লাইফ ইনস্যুরেন্স। ট্রাস্ট মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় এজিএম করবে প্রগতি লাইফ ইনস্যুরেন্স। একি দিনে আইডিইডি ভবনে সকাল ১০টায় এজিএম করবে রূপালী লাইফ ইনস্যুরেন্স। মেঘনা কর্ণফুলী বিমা ভবনে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা করবে মেঘনা লাইফ ইনস্যুরেন্স।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
ক্রমাগত পতনের পর চাঙ্গা পুঁজিবাজার
৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
X
Fresh