• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মসলাসহ সব পণ্যের দাম বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৫

সরবরাহ পর্যাপ্ত, নেই ক্রেতাদের তেমন চাপ; তারপরও ঈদ সামনে রেখে মসলাসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ৪০ টাকার কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারের এই পরিস্থিতিতে অস্বস্তিতে ভোক্তারা।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ঈদ আনন্দের অন্যতম অনুসঙ্গ সেমাই-পায়েশ, গোশত-পোলাও-খিঁচুড়ি। এসব খাবারে ব্যবহার হওয়া কিসমিস, এলাচ, লবঙ্গ, গেলামরিচ, দারচিনি ও জিরাসহ সব মসলারই দাম নতুন করে বেড়েছে। চিনির দাম বেড়ে আছে গেল রোজা থেকেই। বাজারের এই পরিস্থিতির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন বড় ব্যবসায়ী ও পাইকারদের।

কেজিতে ৬০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। মান ভেদে রসুনের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা, আর পেঁয়াজে ৫ টাকা। ৪০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বেড়েছে টমেটো, শশা, গাজর, পটল, বেগুন ও করলার দামও। তবে, স্বস্তি দেখা গেছে মাছের বাজারে। কমেছে ইলিশসহ প্রায় সব মাছের দামই।

বাজার দরের এমন খামখেয়ালিপনায় রীতিমতো ক্ষুব্ধ ক্রেতারা।

বিক্রেতারা বললেন, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও ঈদের কারণে দাম বেড়েছে।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh