• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোরবানির চামড়ার দাম ঘোষণা শুক্রবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১২

কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের জন্য নির্ধারিত দাম শুক্রবার ঘোষণা করবে চামড়া ব্যবসায়ী সমিতি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ জানালেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে চামড়ার দাম নির্ধারণের পর ওই দিন সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে বুধবার বিকেলে বাণিজ্য সচিবের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হলেও চামড়ার দাম নির্ধারিত হয়নি।

গেল বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, এবার ব্যবসায়ীদের পক্ষ থেকে ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ২০ টাকা এবং ছাগলের কাঁচা চামড়ার দাম প্রতিবর্গ ফুট ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh