• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাধ্যতামূলক করারোপের প্রস্তাব অর্থমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০১

করযোগ্য আয় থাকলেই বাধ্যতামূলক কর আরোপের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বললেন, আমাদের এটা বাধ্যতামূলক করা উচিত। এটা হতে পারে ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা। আমি এ প্রস্তাব করছি।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত পে রোল ট্যাক্স বা বেতন থেকে অগ্রিম কর কেটে রাখা নিয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যাদের আয় নেই, তাদের জন্য এ বাধ্যতামূলক কর নয়। বাকি সবাইকে এ করের আওতায় আনা যায় কি না, তা নিয়ে ভাবতে হবে। আমি চাই, দেশের মানুষের মধ্যে কর দেয়ার সংস্কৃতি গড়ে উঠুক।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh