• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১১ বছরের পা দিলো ইউনাইটেড হসপিটাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৭, ১৮:১৮

সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১১ বছরের পা দিলো ইউনাইটেড হসপিটাল।

আজ (বৃহস্পতিবার) ভোরে ফজরের নামাযের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে সকালে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হসপিটাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান। এসময় চিকিৎসক, নার্স অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, ১১ বছর পূর্তিতে রোগীর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্যা কবলিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে।

সকালে হাসপাতালে ভর্তি রোগীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দেয়া হয়। দুপুরে হাসপাতালের ডাক্তার-নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বাদ আছর হাসপাতাল ও রোগীদের দীর্ঘায়ু এবং বন্যার্ত মানুষের জন্য দোয়া কামনা করে মিলাদের আয়োজন করা হয়।

২০০৬ সালের এই দিনে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের মালিকানা ও তত্ত্বাবধানে ইউনাইটেড হসপিটালের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh