• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সব শর্ত মানলেও বিশ্ববাজারে পোশাকের দাম বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৭, ১৮:৪৯

রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড-অ্যালায়েন্সের সব শর্ত মানলেও আমাদের তৈরি পোশাকের দাম বাড়েনি। অথচ তাদের পরামর্শে আমরা গ্রীন কারখানা, ফায়ার সেফটিসহ সব কিছু করলাম। কিন্তু তারা পোশাকের দাম বাড়ায়নি। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ ইন রিজিওনাল ট্রেড অ্যান্ড কানেকটিভিটি এ পলিটিকো-ইকোনোমিক অ্যাসেসমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোথাও অ্যাকর্ড-অ্যালায়েন্স নেই। আমি তাদের বলেছি, আপনারা শুধু বাংলাদেশে কেন, ভিয়েতনাম, চীন যাচ্ছেন না কেন ?

তিনি বলেন, একমাত্র বাংলাদেশেরই প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্য নেই। জাতীয় অর্থনৈতিক স্বার্থে অনেক দেশেই রাজনৈতিক দলগুলোর ঐক্য রয়েছে। কোন দেশ তার দেশি শিল্পের স্বার্থকে জলাঞ্জলি দেয় না। সব দেশই নিজের শিল্পকারখানাকে এগিয়ে নিতে চায়। এটা ঠিক ভারত দুটো পণ্য ছাড়া সব পণ্যে কোটা ফি ডিউটি ফি সুবিধা দেয়। আমাদের পাটের রপ্তানির ২০ শতাংশই ভারতে রপ্তানি হয়। তাই ভারত পাটজাত পণ্যে অ্যান্টি ড্যাম্পিং শুল্ক আরোপ করেছে, তবে কাঁচা পাটে নয়। কারণ কাঁচাপাট তাদের বেশি দরকার। আমরা অ্যান্টি ড্যাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য কথা বলেছি।

তোফায়েল বলেন, আমরাও দেশি শিল্পের স্বার্থ সংরক্ষণে কাজ করছি। ৯৬ সালে আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম, তখন ৯ লাখ টন সিমেন্ট উৎপাদন হত। এবার হবে ৩০ মিলিয়ন বা ৩ কোটি টন সিমেন্ট। এটা একদিনে হয়নি। আমাদের সহায়তায় দেশে অনেক বড় বড় সিমেন্ট কোম্পানি হয়েছে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh