• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিজিএমইএ’র সভাপতি জসিম সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ আগস্ট ২০১৭, ২২:১৪

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।

একইসঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে কে এম ইকবাল হোসেন এবং সৈয়দ তাহসিন হক নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পর্ষদের (২০১৭-২০১৮ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে নির্বাচনী বিশেষ সভায় তিনি উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।

গেলো ২২ জুলাই, ২০১৭ তারিখে অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নতুন ৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরিচালনা পর্ষদের নবনির্বাচিত ৭ সদস্য হচ্ছেন

সাধারণ গ্রুপ- মো. ইউসুফ আশরাফ, রিয়াদ মাহমুদ, হুমায়ুন কবির বাবলু, তোফায়েল কবির খান এবং মো. এনামুল হক।

সহযোগী গ্রুপ- কে এম ইকবাল হোসেন এবং মো. খোরশেদ আলম। পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন- মো. জসিম উদ্দিন, গিয়াসউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, এ কে এম জহিরুল কাইয়ুম খান, আলী আহমেদ, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, সৈয়দ তাহসিন হক, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, হাজী আব্দুল মান্নান, মো. মেহেদী হাসান টিপু এবং আব্দুল মুমিত।

নবনির্বাচিত ৭ সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ আগামী এক বছর (২০১৭-২০১৮ সেশন) অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh