• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চৌদ্দগ্রামে মধুমতি ব্যাংকের শাখা উদ্বোধন (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৭, ১২:৪৪

গ্রামের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা দিতে এবার কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত বাজারে চালু হলো মধুমতি ব্যাংকের ২৬ তম শাখা।

উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বাংলাদেশের উন্নয়নে অবাক বিশ্ববাসী। বিশ্ব নেতারা এখন বলছেন ‘গো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’। এছাড়া দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

মধুমতি ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান হুমায়ূন কবীর বলেন, মধুমতি ব্যাংক নতুন যাত্রা করলো। আর এর প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আর কনকাপৈত অন্য দশটা সাধারণ গ্রামের মতো নয়। কুমিল্লা জেলা শিক্ষা-দীক্ষা ও চাকরিতে দেশের অন্য জেলাগুলো থেকে অনেক এগিয়ে।

মধুমতি ব্যাংক লিমিটেড’র কার্যনির্বাহী বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ১০৫ টি ইউনিয়ন তথ্য কেন্দ্রে ব্যাংকিং কার্যক্রম পৌঁছে দিচ্ছি।

যার মাধ্যমে এখন বাংলাদেশের ১৩১টি জায়গায় মধুমতি ব্যাংক এই ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। এর মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষ এ ব্যাংকিং সেবা পাবে।

দেশের সব জনগোষ্ঠীকে সেবা দিতে মধুমতি ব্যাংক তাদের কার্যক্রম আরো এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছে বলেও জানান ব্যাংকের পরিচালকরা।

পরে অতিথিরা শাখার এটিএম বুথ উদ্বোধন শেষে ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সফিউল আজম, রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, হুমায়ুন কবির বাবলু, এ মান্নান খান, মানোয়ার হোসেন, মোঃ দিদারুল আলম এমপি, এবং প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম মোল্লা এমপি, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh