• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ি বানাতে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১৭:০৮

বাড়ি নির্মাণে দেশের ব্যাংকগুলো থেকে প্রবাসীরা আরো বেশি ঋণ পাবেন। আগে মোট ব্যায়ের ৫০ শতাংশ ঋণ পেলেও এখন ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো প্রবাসীদের গৃহায়ণ খাতে ঋণ দেয়ার ক্ষেত্রে অনিবাসীর ঋণ অনুপাত হবে এখন ৭৫:২৫। আগে যা ছিল ৫০:৫০। ভোক্তাঋণ নীতিমালার আলোকে এ ঋণ দিতে বলা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ৬ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের বাড়ি নির্মাণে ঋণ সুবিধা দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাড়ি বানানোর ক্ষেত্রে ব্যাংক ঋণের অতিরিক্ত যে খরচ হবে, সেই অর্থ (মূলধন) প্রবাসীরা নিজেদের পাঠানো রেমিট্যান্স অথবা তাদের বৈদেশিক সঞ্চয়ী হিসাব থেকে দিতে পারবে। ঋণের গ্যারান্টি হিসেবে প্রবাসীর সঞ্চয়ী হিসাব, জমির দলিলপত্র বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জমা দিতে হবে।

ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে পাঠানো রেমিট্যান্স এবং বাড়ি ভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এছাড়া অন্যকোনো আয়ের উৎস থাকলেও সেটি বিবেচনা করবে ঋণদাতা ব্যাংক। এছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক সকল নিয়মকানুন যথাযথভাবে মানতে হবে।

ভোক্তাঋণ নীতিমালা অনুযায়ী, গৃহায়ণ খাতে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা ঋণ দিতে পারে ব্যাংক। অর্থাৎ কোনো প্রবাসী ২ কোটি বা ৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বা বাড়ি কিনলে বা নিজের জমিতে বাড়ি নির্মাণ করলে তিনি সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্তই ঋণ পাবেন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh