• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝুঁকি কমাতে ব্যাংকে আর্থিক সহায়তার প্রস্তাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুন ২০১৭, ১৫:২৫

বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক আবস্থায় আছে। যার ফলে গোটা অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। সেই জন্য এ অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোতে আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ বিভাগ খাতে নতুন অর্থবছরের দরকারি অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতিকে অনধিক ৫৩ হাজার ৮শ’ ৩৩ কোটি ৮০ লাখ টাকা মঞ্জুরির প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

পরে এ প্রস্তাবের বিরোধিতা করেন ৬ জন সংসদ সদস্য। তাদের আপত্তির জবাবে আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

তিনি বলেন, নাজুক অবস্থায় থাকা দেশের ব্যাংকিং খাত রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। যাতে অর্থনীতি ঝুঁকিতে না পড়ে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের লালবাতি জ্বললে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হয়। সরকার ব্যবসা করলে ভালো করে না, এ জন্যই সরকারকে ব্যবসা থেকে দূরে রাখা হয়েছে।

দেশের অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসা বেসরকারি খাতে পরিচালিত হয়। যা অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গেলো ৮ বছরে ব্যাংকিং খাত ও মানি মার্কেট ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের সংস্কারে যে পদক্ষেপ নেয়া হয়েছে তার সুফল আপনারা অতিসত্বর দেখতে পাবেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৮টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh