• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২ বছর পর ভ্যাট আইন কার্যকরে প্রধানমন্ত্রীর পরামর্শ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৭, ১৯:৫৬

আপাতত ২ বছর নতুন ভ্যাট আইন কার্যকর না করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, এটা আগের মতোই থাকবে। দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন প্রণীত হয় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সালে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়। অনেক আলোচনার পর ২০১২ সালে জাতীয় সংসদে সবার ভোটে আইনের সংশোধনী পাশ হয়। তখন এতো কথা হয়নি। এখন নানা কথা হচ্ছে।

এর আগে ২০১৬ সালের ১ জুলাই থেকে এ আইনটি কার্যকরের কথা থাকলেও ব্যবসায়ীদের আপত্তির মুখে সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।

তবে ২০১৭ সালের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

কিন্তু পরে আবার নতুন ভ্যাট আইন বাস্তবায়নের তারিখ পিছিয়ে ২০১৯ সালে নেয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানানো হয়।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh