• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম না : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৭, ১৮:৪৩

অনেকে বলছেন আমি নাকি জাতীয় পার্টির মন্ত্রী হিসেবে সংসদে প্রথম বাজেট দিয়েছি। এটি ঠিক নয়। আমি কখনো জাতীয় পার্টির সদস্য বা মন্ত্রী ছিলাম না।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন, তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি। ওই সময় আমার সঙ্গে কথা হয়েছিল, আমি কোনো দলের সদস্য হবো না। উনি দল করলে মন্ত্রী হিসেবে আমি পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করেছি।

তিনি আরো বলেন, ১৯৮৩ সালে এরশাদ সাহেব আমাকে বললেন, আমি একটি পার্টি করবো। আপনি থাকেন। আমি বলেছি, আমার সিদ্ধান্তে আমি অটল। রাজনৈতিক দলে থাকতে পারবো না।

তখন তিনি আমাকে বললেন, আপনি যেতে পারেন। আমি পদত্যাগ করলাম। তখন আমাকে বলা হলো দল গঠনে আরো কিছুদিন বিলম্ব হবে। আপনি মন্ত্রী থাকেন। আমি থাকলাম। পরে ১৯৮৪ সালের ৮ জানুয়ারি আমাকে তিনি অনুষ্ঠান করে মন্ত্রিসভায় বিদায় দিলেন।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh