• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নৌধর্মঘট চলছেই, লোকসানে ব্যবসায়ীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৬, ১৭:৩২

নৌযান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে সারাদেশে দ্বিতীয় দিনের মতো নৌধর্মঘট চলছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন নৌরুটে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, খুলনার বিভিন্ন নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মংলা বন্দরে ১৯ হাজার ৫শ’ কার্গো, কোস্টার ও লঞ্চসহ বিভিন্ন ধরনের নৌযানের দুই লাখ শ্রমিক কাজ বন্ধ রাখায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

অন্যদিকে, পণ্যবাহী নৌযান বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মুন্সীগঞ্জ ছাড়া নারায়নগঞ্জের বাকি ৬টি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh