• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০১৭, ১১:১৯

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাসহ বিভিন্নস্থানে বাণিজ্যিকভাবে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। গেলো কয়েক বছর মরিচ চাষে লাভ বেশি হওয়ায় এ বছর পরিসর বাড়ান চাষিরা।

তবে গেলো বছরের তুলনায় এবার প্রায় অর্ধেকে নেমে এসেছে মরিচের দাম।

আর উৎপাদন খরচও বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে। এতে বিপাকে পড়েছেন মরিচ চাষিরা।

মরিচ চাষিরা জানান, ভরা মৌসুমেও ভারতীয় মরিচ আমদানি করায় দাম কমে গেছে মরিচের।

এরফলে উৎপাদন খরচ উঠিয়ে ঋণের টাকা পরিশোধে হিমশিম খেতে হবে তাদের।

এদিকে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুল হক জানান, এখানকার মাটি ও আবহাওয়া মরিচ চাষের উপযোগী এবং ফলন ভালো হওয়ায় দম কম বলেও জানান তিনি।

তবে মরিচ চাষিদের দাবি, ভরা মৌসুমে মরিচ আমদানি বন্ধ ও মরিচের ন্যায্য মূল্য নিশ্চিতে করতে হবে।

আরকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh