• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিমের দাম বাড়লেও কথা বলার খরচ বাড়ছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৭, ১০:০১

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের রিপ্লেসমেন্ট ও সরবরাহের ওপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া মোবাইলে কথা বলার ওপর ৫ শতাংশ সারচার্জ বহাল রাখারও প্রস্তাব করেন। এর ফলে সিমের দাম বাড়লেও সিমে কথা বলার খরচ আগামি অর্থবছরে বাড়বে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। এরমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৪লাখ ২শ ৬৬ কোটি টাকা। যা গেলো বারের চেয়ে ১৭ শতাংশ বেশি। এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৮ হাজার ৬২২ কোটি টাকা। কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ৩১ হাজার ১৭৯ কোটি টাকা। অনুন্নয়নসহ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৬২ কোটি টাকা। ঘাটতি দেখানো হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সেলুলার টেলিফোনের ক্ষেত্রে সিম বা রিম কার্ড বা অনুরূপ কোনো মাইক্রোসিপ সম্বলিত কার্ড সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব করছি।

এমসি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh