• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ারবাজারে কমেছে লেনদেন ও সূচক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ১৬:৫০

সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। দেশের দুই শেয়ার শেয়ার বাজারে কমেছে লেনদেন ও সূচকের পরিমাণ। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

রোববার মার্কেট শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিশ্লেষণ করে এ চিত্র দেখা যায়।

ডিএসই সূত্র দেখা যায়, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮২ পয়েন্টে।

ডিএসইতে ৪৫৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গেলো কার্যদিবসের তুলনায় ১৭৬ কোটি ৯৮ লাখ টাকা কম। গেলো কার্যদিবসে ছিল(বৃহস্পতিবার)৬৩৫ কোটি ২২ লাখ টাকা। এদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে৩৯টির শেয়ার দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬১৬ পয়েন্টে। সিএসইতে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৭টির এবংঅপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh