• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ভ্যাট আইনে নির্মাণ সামগ্রীর দাম বাড়বে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৭, ২০:৩৬

নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন হলে নির্মাণ সামগ্রীর দাম বাড়বে। তবে নিত্য পণ্যের দাম বাড়বে না। এতে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬ শতাংশের বেশি বাড়বে না। বললেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভ্যাট অনলাইন প্রকল্পের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নজিবুর রহমান বলেন, ভ্যাটের হার ১৫ শতাংশের কমানো হবে কিনা তা বাজেট পেশের পরে জানা যাবে। ভ্যাট আইন বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। পাশাপাশি ভ্যাট কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়বে এবং হয়রানি কমবে ব্যবসায়ীদের।

নতুন ভ্যাট আইন নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, স্বচ্ছ, আধুনিক, ব্যক্তি থেকে ব্যক্তি যোগাযোগবিহীন, সার্বক্ষণিক, সময়োপযোগী, সর্বোপরি দেশি-বিদেশি ব্যবসাবান্ধব ও চাহিদার উপযোগী এটি। বিভিন্ন আঙ্গিকে নতুন আইন পুরোনো আইনের চেয়ে উৎকৃষ্ট।

এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, অনেক দেশে ভ্যাট হার ৬-৭ শতাংশ। কিন্তু সেসব দেশে রেয়াত নেয়ার সুযোগ নেই। নতুন আইনে রেয়াত নেয়া যাবে। ফলে পণ্যের দাম স্থিতিশীল থাকবে।

তিনি বলেন, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখ ৬৪ হাজার। ইতোমধ্যে অনলাইনে প্রায় ১৫ হাজার প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে, এর মধ্যে প্রায় ৯ হাজার নতুন প্রতিষ্ঠান।

সভায় এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান, ভ্যাট অনলাইন উপ-পরিচালক ‍মুহম্মদ জাকির হোসেন, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের(ইআরএফ)সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh