• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩৬ শতাংশ ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৭, ১৮:৪৪

দেশের ৩৬ শতাংশ সরকারি-বেসরকারি ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ব্যাংক অতিমাত্রায় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের তথ্য যেকোনো সময় চুরি হতে পারে। বিশ্বব্যাপী সাইবার হামলা হচ্ছে, বাংলাদেশেও ঝুঁকিতে রয়েছে। তাই ব্যাংকগুলোকে সাইবার হামলা থেকে রক্ষা পেতে নিরাপত্তা জোরদার করতে হবে।

জানালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি গভর্নর বলেন, সাইবার নিরাপত্তার জন্য কয়েক বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। প্রতিবছর আইটি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ বাবদ আরো দেড় হাজার কোটি টাকা খরচ হচ্ছে। দেশের অনেক ব্যাংক এখনো ব্যাংকিং গাইডলাইন মানছে না। এ খাতে তেমন বাজেটও নেই। তাই অনেকে পিছিয়ে রয়েছে। আগামীতে রিভিউ গাইডলাইন দেয়া হবে।

তিনি বলেন, সাইবার অপরাধীরা আর্থিক খাতের পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। এই অপরাধীরা সাইবার আক্রমণ করে বড় অংকের তহবিল হাতিয়ে নিচ্ছে এবং এটিএম জালিয়াতির মতো ঘটনা ঘটাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণ প্রায়ই ঘটছে এবং সেগুলো খুবই জটিল।

বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, সাইবার ঝুঁকিতে ভারতের মতো আলাদা প্রতিষ্ঠান গড়ে ব্যাংকারদের প্রশিক্ষণ দিতে হবে। তা না হলে আরো ঝুঁকিতে পড়বে বাংলাদেশের ব্যাংকিং খাত।

কর্মশালায় দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সাইবার সিকিউরিটি ইন ব্যাংক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নাসডাক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজ আহমেদ।

অপরটি গবেষণাটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। অ্যান এক্সপ্লোরেশন অব দ্য ডিজিটাল ব্যাংকিং রিভ্যুলুয়েশন ইন বাংলাদেশ নামের গবেষণাটি ২১টি ব্যাংকের উপর এ চালানো হয়। যার মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪ টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৩টি এবং বিদেশি ব্যাংক ৩ টি। জরিপে অংশ নেন প্রায় ২ লাখ কর্মকর্তা। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম।

বিআইবিএমের প্রতিবেদনে আরো বলা হয়, দেশের ব্যাংকগুলোতে প্রযুক্তি নিরাপত্তা সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ৪ শতাংশের খুবই ভালো ধারণা আছে, ভালো ধারণা আছে ১০ শতাংশের এবং মোটামুটি ধারণা আছে ১৬ শতাংশের। ৯০ শতাংশ ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন ব্যাংকিং খাতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। ব্যাংকিং খাতের তথ্য নিরাপত্তা বাধায় আরও কিছু কারণ রয়েছে। যারমধ্যে রয়েছে- নতুন প্রযু্ক্তি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞতার অভাব।

পাশাপাশি গ্রাহকদের উপর জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহক সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞ।

সভায় বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিআইবিএম’র সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেব দুলাল রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

গেলো শুক্রবার বিশ্বের অন্তত ৯৯টি দেশে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। নিয়ন্ত্রণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা ‘বিট কয়েনের’ মাধ্যমে ৩০০ ডলার করে চাওয়া হয়।

এমসি/ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh