• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারের দিন পার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৭, ১৭:৩৪

দেশের দু’ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে।

মঙ্গলবার দিন শেষে দেশের উভয় শেয়ারবাজারের ওয়েবসাইট বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।

এদিন ডিএসইতে ৭৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২১ পয়েন্টে । ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৪ পয়েন্টে।

এদিকে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক ১২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১২২ পয়েন্টে।

এদিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh