• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে জনপ্রিয় হয়ে উঠছে সৌরসেচ ব্যবস্থা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল ২০১৭, ১৩:৪০

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সৌর সেচ ব্যবস্থা।

এক সময় কৃষিনির্ভর পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় বোরো মৌসুমে লোড শেডিং, ডিজেল চালিত সেচযন্ত্রের বিড়ম্বনাসহ নানা ভোগান্তিতে পড়তে হতো। ফলে সেচ সংকটে অনেক জমিই অনাবাদী পড়ে থাকতো।

এ সংকট থেকে মুক্তির উপায় হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে নদী ও ভূ-গর্ভস্থ পানির সেচ ব্যবস্থা করা হয়।

বর্তমানে সৌরসেচ কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কৃষকরা জানান, এ ব্যবস্থায় ভোগান্তি ও খরচ দু’টিই কম হওয়ায় তারাও বেশ খুশি।

সংশ্লিষ্টরা বলছেন, সোলার সেচ সুবিধা নিয়ে কৃষকরা কম খরচে বছরে ৩টি ফসল উৎপাদনে ভূমিকা রাখছেন।সৌর সেচের জন্য প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, কমবে বিদ্যুতের চাহিদা।

এদিকে কৃষকদের দাবি, সৌর সেচের জন্য প্রান্তিক পর্যায়ে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণে ব্যবস্থা করা হোক।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh