• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামের সঙ্গে দূরত্ব কমাবে মিয়াজী ঘাট ব্রিজ (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৪২

ফেনীতে দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘মিয়াজী ঘাট ব্রিজের’নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আসছে জুনের মধ্যে সেতুটি চালুর আশা করছেন কর্তৃপক্ষ। এটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে বৃহত্তর নোয়াখালীর সড়ক যোগাযোগ আরো সহজ হবে। দূরত্ব কমে আসবে ২০ থেকে ২৫ কিলোমিটার।

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামে ছোট ফেনী নদীর ওপর নির্মিত হচ্ছে ‘মিয়াজী ঘাট ব্রিজ’। এর নির্মাণ ব্যয় প্রায় ১৫ কোটি টাকা। এরইমধ্যে সেতুর ৮০ শতাংশ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আসছে জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

স্থানীয়রা মনে করছেন সেতুটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে বৃহত্তর নোয়াখালীর যোগাযোগ আরো সহজ হবে বলে জানায় এলাকাবাসি।

এ সেতুর মতো ফেনীতে অসংখ্য উন্নয়ন কাজ হচ্ছে। যা বর্তমান সরকারের বড় সফলতা বলে মনে করেন, স্থানীয় নেতা-কর্মীরা।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh