• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে শুরু হচ্ছে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতের প্রদর্শনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ২১:৪৩

রাজধানীতে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে দ্বিতীয় বারের মতো শুরু হচ্ছে এগ্রোক্যাম ও পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭।

আসছে ২৬ এপ্রিল থেকে চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে স্পেন, ইউএসএ, পোল্যান্ড, থাইল্যান্ড, চীন, তুরস্ক, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের খ্যাতনামা প্রায় ১২০টি প্রতিষ্ঠান ১৬০টি স্টলে অংশ নিবে। এতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন এবং বিপণন হবে।

এ উপলক্ষে ‘টাইম টু অ্যাক্ট: সেইফ ফুড ইন বাংলাদেশ’ শিরোনামে ২৬ এপ্রিল বিকেলে প্রদর্শনীস্থানে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিকে প্রদর্শনীতে ব্রডকাস্ট পার্টনার- আরটিভি, মিডিয়া পার্টনার- এশিয়ান এইজ, দৈনিক সমকাল, রেডিও পার্টনার- স্পাইস এফএম।

প্রতিদিন সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৮.০০ পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh