• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোটিপতির সংখ্যা বাড়ছেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ১৮:১৭

দেশে এখন কোটিপতির সংখ্যা ৬৫ হাজার ৭৯৭ জন। এরা সবাই বাণিজ্যিক ব্যাংকের আমানতকারী।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় আমলে নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। শুধু এ তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৫৯ জন।

প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকে ১ কোটি টাকা আমানত রাখা ব্যক্তির সংখ্যা ৫১ হাজার ৭৪১ জন। ৫০ কোটির ওপর টাকা রাখা ব্যক্তির সংখ্যা ৭৬৯ জন। ৪০ কোটি টাকার বেশি রাখা ব্যক্তির সংখ্যা ৩১৪ জন। ৩৫ কোটি টাকার বেশি ব্যক্তি রয়েছে ১৯২ জনের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশে কোটিপতির সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮ জন। ওই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৫০ কোটির বেশি টাকা রাখা ব্যক্তির সংখ্যা ছিল ৭০২ জন। সেই হিসাবে পরের ৩ মাসে এ সংখ্যা বেড়েছে ৬৭ জন।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গেলো বছরের সেপ্টেম্বর শেষে ১ কোটি টাকা রাখা ব্যক্তির সংখ্যা ছিল ৪৮ হাজার ৮৯৭ জন। ডিসেম্বরের পরে সেই সংখ্যা বেড়ে হয় ৫১ হাজার ৭৪১ জন।

গেলো মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৪১৪ কোটি টাকা। এর মধ্যে ৩ লাখ কোটি টাকার বেশি পরিমাণ আমানত কোটিপতিদের রাখা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রান্তিকে (তিন মাস) ৪০ কোটির বেশি টাকা রাখা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৩৭ জন। এ সময়ে ৩০ কোটি টাকার বেশি ব্যক্তির সংখ্যা কমেছে ২৫ জন। তবে ৩৫ কোটি টাকার বেশি ব্যক্তির সংখ্যা বেড়েছে ৩৪ জন। ২৫ কোটি টাকা রাখা ব্যক্তি বেড়েছে ৪৯ জন। আর ২০ কোটির বেশি টাকা রাখা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৬৩ জন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতকোটিপতিদের তালিকায় টেইলর সুইফট
রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিয়ে কুলি থেকে কোটিপতি
‘নতুন এমপিদের ৯০ শতাংশ কোটিপতি’
হঠাৎ ‘কোটিপতি’ রেজাউলের ভরাডুবি
X
Fresh