• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মন্ত্রিসভায় আয়কর আইন ২০১৭ পাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৭, ২১:৪৩

মন্ত্রিসভায় আয়কর আইন ২০১৭ পাস হয়েছে। ১৯৮৪ সালে আয়কর অধ্যাদেশ এবং পরবর্তী সংশোধনীগুলো একত্রিত করে এ আইন তৈরি করা হয়েছে। ১ জুলাই থেকেই তা কার্যকর হবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইন পাশ হয়। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনটি আপাতত ইংরেজিতে করা হলেও খুব শিগগিরি তা বাংলায় রূপান্তর করা হবে।

এদিকে সচিবালয়ে ভ্যাট আইন বিষয়ে ব্যবসায়ী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ভ্যাট সর্বোচ্চ ১০ শতাংশ নয় ১৫ শতাংশই হবে। কোনোভাবেই ভ্যাট কমানো হবে না। তবে ব্যবসায়ীরা দাবি করে আসছিল ভ্যাট সর্বোচ্চ ১০ শতাংশ করা হোক।

অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইনটা কার্যকরের পাশাপাশি জনগণের স্বার্থকেও দেখতে হবে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh