• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেনাপোল-হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট ২০১৬, ২১:১৯

জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একই কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর সড়কে আটকা পড়েছে পণ্যবাহী কয়েকশ’ ট্রাক। তবে বেনাপোল কাস্টম ও ইমিগ্রেশন চালু রয়েছে।

বন্দর পরিচালক জানান, মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি সচল হবে।

একই কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এদিকে, সোমবার ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে, হিলি স্থলবন্দর হয়ে দেশটির ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh