• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ২২:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ফলপ্রসূ হয়েছে বলে মনে করেন তার সফরসঙ্গী ব্যবসায়িক প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বিরাজমান ব্যবসায়িক ঘাটতি পূরণ হবে বলেও মনে করছেন তারা।

চারদিনের সফরের শেষ দিনে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলের বৈঠক হয়, দিল্লির হোটেল তাজ প্যালেসে।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি'র চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ বাংলাদেশের ২৫৭ জন ব্যবসায়ী এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

এই সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ি নেতারা বলছেন, এ সফর দু'দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh