• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পোশাক খাতে আয় বাড়লেও অর্জন হয়নি রপ্তানি লক্ষ্যমাত্রা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৭, ১৯:৩২

চলতি অর্থবছরে (২০১৬-১৭ ) প্রথম ৯ মাসে পোশাক খাতে রপ্তানি আয় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা।

জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৯২ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এপ্রিল মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৭১১ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে প্রথম ৩ প্রান্তিকে আয় হয়েছে ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ কম।

তবে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রপ্তানি আয় ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের একই সময় রপ্তানিতে আয় হয়েছিল ২ হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এদিকে পোশাক খাতের মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ১ হাজার ১৪ কোটি ৩৫ লাখ ৫০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ১ হাজার ৭৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh