• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্ধ হচ্ছে এইচএসবিসির কারওয়ান বাজার শাখা

মিথুন চৌধুরী

  ০১ এপ্রিল ২০১৭, ২২:০১

ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার শাখা বন্ধ করে দিচ্ছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন- এইচএসবিসি।

শনিবার এইচএসবিসির প্রধান যোগাযোগ কর্মকর্তা তালুকদার নোমান আনোয়ার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি মাসের ৩০ এপ্রিল ব্যাংকটির শাখা বন্ধ হয়ে যাবে। ফলে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডে অবস্থিত এ শাখায় চলতি মাসেই ব্যাংকিং কার্যক্রম করতে পারবে গ্রাহকরা। এরই মধ্যে বিষয়টি জানিয়ে শাখার করপোরেট ও সাধারণ গ্রাহকদের চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, কারওয়ান বাজারের শাখাটি আর গ্রাহকের সঙ্গে কোনো ধরনের ব্যাংকিং করবে না। তবে প্রধান কার্যালয় হিসেবে কার্যক্রম বহাল থাকবে।

যেহেতু ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সাধারণ ছুটি থাকে। সে হিসেবে ৩০ এপ্রিল রোববারই হবে এইচএসবিসি, কারওয়ান বাজার শাখা'র লেনদেনের শেষ দিন।

১৯৯৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এইচএসবিসি। দেশে একসময় ব্যাংকটির শাখা ১৪টি থাকলেও বর্তমানে রয়েছে ১০টি। তাদের মিরপুর শাখাটি বন্ধ হয় ২০১৪ সালে। আর ২০১৬ সালে বন্ধ করে দেয়া হয় লালবাগ ও ময়মনসিংহ শাখা।

এমসি/এএইচসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh