• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মংলা কাস্টমস হাউজে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

অনলাইন ডেস্ক
  ১২ আগস্ট ২০১৬, ১৭:৪১

লোকবল সঙ্কট ও নানা প্রতিকূল অবস্থার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে মংলা কাস্টমস হাউজ। গাড়ীসহ নতুন পণ্য আমদানির ফলে বিদায়ী অর্থবছরে এ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

মংলা কাস্টমস হাউজ সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ২ হাজার ৬৫৫ কোটি ৮ লাখ টাকা। মোট রাজস্ব আদায় হয় ২ হাজার ৯৬৮ কোটি ৫০ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৩ কোটি ৪২ লাখ টাকা বেশি। শতকরা হিসাবে ১১ দশমিক ৮০ ভাগ বেশি।

একইভাবে ২০১৪-১৫ অর্থবছরে ২২ দশমিক ৮৬ ভাগ বেশি রাজস্ব আদায় হয়। ২০১৪-১৫ অর্থবছরে মংলা কাস্টমস হাউজে রাজস্ব আদায় হয় ২ হাজার ৪১৬ কোটি টাকা।

এ ধারা অব্যাহত রাখতে আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করার দাবি জানান ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh