• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসীরা দেশের দূত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৭, ১৭:২২

প্রতি প্রবাসীই দেশের জন্য বিদেশের মাটিতে দূত। প্রবাসীরাই বিদেশে দেশের ভাষা সংস্কৃতি তুলে ধরছে। ফলে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে প্রতিনিয়ত পরিচয় ঘটছে বিশ্ববাসীর।

ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার ইস্ট লন্ডনের বিশ্ববাংলা নিউজ-টুয়েন্টিফোর ডটকম অফিসে এ সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ১শ’ বছর আগে যুক্তরাজ্য থেকে বাংলা সংবাদপত্রের যাত্রা শুরু হয়। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। এটি আমাদের জন্যে আনন্দের।

ইংল্যান্ডে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে দেশীয় সাংবাদিক ও মিনিস্টার প্রেস সাংবাদিক নাদিম কাদিরের প্রশংসা করেন তিনি।

লন্ডনে বাংলাদেশ মিশনের মিনিস্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির বলেন, দেশের ঐতিহ্য রক্ষায় প্রবাসীরা বর্হিবিশ্বে বেশ অবদান রাখছে। লন্ডনেও তার ব্যাতিক্রম ঘটছে না। এতে বাংলা ভাষা ও শিল্পের প্রসার ঘটছে।

বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আহবায়ক মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর খালিছ উদ্দিন আহমদ, সাংবাদিক গবেষক আনসার আহমদ উল্লাহ, জনমতের নিউজ এডিটর মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরীসহ লন্ডনপ্রবাসী সংবাদকর্মীরা।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh