• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএসসির ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২২ মার্চ ২০১৭, ১৬:৫৭

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১৫-১৬ অর্থ বছরে তার শেয়ার হোল্ডারদের জন্য প্রতি একশত টাকা অভিহিত মূল্যের শেয়ারের ওপর ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের মুন্সি ফজলুর রহমান অডিটরিয়ামে বিএসসির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন করেন।
নৌপরিবহন মন্ত্রী এবং বিএসসির বোর্ড অব ডিরেক্টর’স এর সভাপতি শাজাহান খান সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে বিএসসির এমডি কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া করপোরেশনের ২০১৫-১৬ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

এতে বলা হয়, বিএসসি এ বছর ৬ কোটি ৭২ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গেলো বছর ছিল ৫ কোটি ৩৩ লাখ।

এতে আরো বলা হয়, 'বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-১৯৭২' এর সংশোধন জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। ফলে বিএসসির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১০ টাকায় রূপান্তরিত হবে। গেজেট প্রাপ্তির পর এ বিষয়ে দরকারি কার্যাবলী সম্পন্ন করা হবে।

সভাপতির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিএসসি দেশের নৌপথে পতাকাবাহী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অতীতে এ প্রতিষ্ঠান লোকসানে থাকলেও বর্তমানে তা লাভজনক হয়ে উঠেছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিএসসির অর্থায়নে ঢাকায় ২৫তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, যা চলতি বছরের এপ্রিল মাসে উদ্বোধন হবে।

তাছাড়া বিএসসির নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জাহাজ ২ মাসের মধ্যে বহরে যুক্ত হবে। পাশাপাশি চীন থেকে আমদানীকৃত ৬টি জাহাজের প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ ৬টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে।

বিএসসির পরিচালকবৃন্দ, কোম্পানি সচিবসহ প্রায় ৭শ' শেয়ার হোল্ডার সভায় অংশ নেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh