• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাপ্লিমেন্টারি ট্যাক্স না তোলার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৭, ২২:২১

দেশের ব্যবসায়ীদের স্বার্থে সাপ্লিমেন্টারি ট্যাক্স না তোলার আহ্বান জানালেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন ভ্যাট আইনে এসএমই বান্ধব বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে এ আহবান জানান তিনি।

এসময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, জুলাই থেকে বাস্তবায়িত হতে যাওয়া নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে ব্যবসায়ীদের হয়রানির কোনো সুযোগ নেই। এ আইন সম্পূর্ণ ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে।

তিনি বলেন, এ আইনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি সুবিধা পাবেন। কোনো সমস্যা থাকলে এ আইন বাস্তবায়নের আগে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, জিরো টলারেন্স নীতির কঠোর প্রয়োগের ফলে কর্মকর্তারা রঙ বদলাচ্ছেন। সর্বক্ষেত্রে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি চালু হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিব উল্লাহ।

প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর প্রথম সচিব কাজী জিয়া উদ্দিন।

নতুন ভ্যাট আইন ও ভ্যাট অনলাইনে ব্যবসায়ীদের সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh