• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খামার করে ভাগ্য পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট, লালমনিরহাট

  ১৮ মার্চ ২০১৭, ১৬:০৮

লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের রওশন আরা রানু খামার করে বদলে ফেলেছেন তার ভাগ্য।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী রফিকুল ইসলাম ২০০১ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেলে তিন সন্তানের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন রানু।

এ অবস্থায় অভাবকে জয় করতে ২০০৭ সালে মাত্র বিশ হাজার টাকা নিয়ে বাড়ীর আঙ্গিনায় গড়ে তোলেন মুরগির খামার। আর মাত্র দশ বছরে স্বাবলম্বী হয়ে সফল নারী হিসেবে এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠেন তিনি।

সংগ্রামী মায়ের এ সফলতা দেখে প্রতিষ্ঠিত হয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্নও আঁকছেন তার সন্তানরা।

এদিকে রানুর সফলতা দেখে এলাকার অনেকেই স্বাবলম্বী হতে ঝুঁকছেন খামার প্রতিষ্ঠায়। খামারের পাশাপাশি নানা উন্নয়নমুখী কাজ করছেন তারা।

স্থানীয়রা মনে করেন, খামার প্রতিষ্ঠায় সরকারের সঠিক দিকনির্দেশনা পাওয়া গেলে এ অঞ্চল থেকে পুরোপুরি দারিদ্র দূর করা সম্ভব।

আরকে/এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh