• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সামাজিক কার্যক্রমে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

আরটিভি অনলাইন রির্পোট

  ১১ মার্চ ২০১৭, ১৬:৫৭

সামজিক কার্যক্রমের আওতায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে দেশের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের শিক্ষাখাত সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের জাতির উন্নয়নে প্রধান বিষয় হলো শিক্ষার প্রসার। যদিও প্রায় ৩০ শতাংশ জনগণ অশিক্ষিত। তবে প্রাইমারি স্টেজে আমরা খুবই ভালো করছি। মাধ্যমিক পর্যায়ে এখনো আমরা তেমন অগ্রগতি সাধন করতে পারিনি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম আরো জোরদার করতে হবে।

বর্তমান সরকার সামাজিক কার্যক্রমে হাত বাড়িয়েছে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, সামাজিক কার্যক্রমে সাধারণ জনগণের সাহায্য দরকার। তাই জনগণকে আরো বেশি করে কর দিতে হবে। সরকারের রাজস্ব বাড়াতে হবে। তাহলেই সরকার সেই রাজস্বের সদ্ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন জানান, ডাচ-বাংলা ব্যাংক বিগত দেড় যুগ ধরে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে বৃত্তি দিচ্ছে। এ পর্যন্ত তারা ৪৩ হাজার ৬শ’ ২৮ জনকে বৃত্তি দিয়েছে।

এসময় ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ছিলেন।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh