• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সময়ের আগেই কাজ শেষ

মোস্তফা কামাল, নড়াইল

  ০৭ মার্চ ২০১৭, ১২:১৬

দ্রুত নির্মাণ কাজ এগিয়ে চলায় নির্ধারিত সময়ের আগেই জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে চিত্রা সেতু। এবছর জুনে সেতুটির উদ্বোধনের কথা থাকলেও মার্চেই তা খুলে দেয়া হবে। সেতুটি চালু হলে দুর্ভোগ কমবে এ জেলার প্রায় ৫ লাখ মানুষের।

নড়াইল সদর উপজেলা থেকে রাজধানীসহ অন্যত্র যেতে পার হতে হয় চিত্রা নদী। সেতু না থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়তেন উপজেলাবাসী। এ অবস্থায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের ২৯ এপ্রিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে। এবছরের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ২৬ মার্চেই তা চলাচলের জন্য খুলে দেয়া হবে।

সেতুটি নির্মিত হলে নড়াইল জেলা সদর থেকে সহজেই যাতায়াত করা যাবে রাজধানীসহ অন্যত্র। কমে আসবে পথের দূরত্ব ও দুর্ভোগ। সেতু নির্মাণের ফলে সহজ হবে জেলার ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কার্যক্রম।

দ্রুত ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হলে জেলার আর্থ-সামাজিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে বলেও মনে করছেন স্থানীয়রা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh