• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

'চড়া বাজারে শ্রমিকদের বেঁচে থাকা কঠিন'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৭, ২০:০২

গার্মেন্ট শ্রমিকরা খেয়ে না খেয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করেন। শ্রমিকদের শ্রমে-ঘামে অর্থনীতি সমৃদ্ধ হলেও ন্যায্য মজুরি তারা পাচ্ছেন না। ফলে বর্তমান চড়া বাজারে শ্রমিকদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। বললেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এডভোকেট মন্টু ঘোষ।

শুক্রবার সকালে খিলগাঁওয়ে গার্মেন্ট টিইউসির আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্টু ঘোষ বলেন, মজুরি বৃদ্ধির কথা বললেই জুলুম-নির্যাতন নেমে আসে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে সংকুচিত করা হয়। এ অবস্থা চলতে পারেনা। এসময় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার ওপর সব বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানান তিনি।

পরে কাউন্সিল অধিবেশনে দু'বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন আঞ্চলিক কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি দিদারুল ইসলাম, কার্যকরি সভাপতি শিল্পী আক্তার, সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনারা বেগম নির্বাচিত হয়েছেন।


এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh