• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একাধিক সঞ্চয়পত্র ক্রয়ে মানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ২১:০৬

অস্বচ্ছল ব্যক্তিরা’ই সরাসরি সঞ্চয়পত্রের সুবিধাভোগী। একক কোনো প্রতিষ্ঠান যেনো একাধিক সঞ্চয়পত্র ক্রয় করে সুবিধা না নেয় সেদিকে নজর রাখতে হবে। বললেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সম্মেলনকক্ষে সভায় তিনি এসব কথা বলেন।

নজিবুর রহমান বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণের অনেকগুলো মধ্যে সঞ্চয়পত্র অন্যতম। এর মাধ্যমে অভ্যন্তরীণভাবে যেমন সম্পদ আহরিত হয়, তেমনি ক্ষুদ্র সঞ্চয়কারীরা বিনিয়োগে উৎসাহিত হয়। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র সঞ্চয় জাতীয় স্কীমে যুক্ত হয়ে বাজেট ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতানুল ইসলাম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh