• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আখের ছোবড়া থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ২০:১৩

আখের ব্যাগাস ও ট্যানারির সলিড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। জ্বালানি ও অবকাঠামোগত সুবিধা তৈরির ফলে দেশে শিল্পসহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। বললেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্যাকচার ইনোভেশন অ্যান্ড ডেভোলাপমেন্ট এক্সপো-২০১৭’উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এক্সপোনেট এক্সিবিশন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্পেডা এবং পাওয়ার সেল বিদ্যুৎ বিভাগ যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, আমরা নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুতের জাতীয় চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সোলার পাওয়ার ও উইন্ড মিলের মাধ্যমে উৎপাদনের কাজ চলছে। ফলে তৃণমূল পর্যায়ে সৌর ও বায়ু বিদ্যুতের উৎপাদন এবং ব্যবহার বেড়েছে।

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, শ্রীলংকা, বেলজিয়াম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, ফ্রান্স, ইটালি, তুরস্ক এবং স্বাগতিক বাংলাদেশসহ ১৩টি দেশের প্রায় একশ’ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh