• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ড. ইউনুস ও ফজলে হাসান সম্মানী ব্যক্তি : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ০২ মার্চ ২০১৭, ১৯:০৪

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস দেশের সম্মানী ব্যক্তি এবং তাদের সম্মান করা উচিত। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্টফাউন্ডেন লোন ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে গ্রামীণ ব্যাংক প্রথম হত-দরিদ্রের মাঝে ক্ষুদ্রঋণ দেয়ার ব্যবস্থা করে। এরপর থেকে অনেক সংস্থা ও এনজিও এ খাতে এসেছে। তারা হত-দরিদ্রের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্রঋণ কার্যক্রমের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে।

অর্থমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। এছাড়া ২০২৪ সালে বাংলাদেশে আর কোনো হত-দরিদ্র মানুষ থাকবে না। দারিদ্র্য নিরসনে আমরা অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটাকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দিচ্ছি।

সেমিনারে এসডিএফের চেয়ারম্যান এমআই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ইউনুসুর রহমান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh