close
ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ০২ পৌষ ১৪২৪

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, তিনশ ফিটে গাড়ি উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ ডিসেম্বর ২০১৭, ২৩:১১ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০৯:২০
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৬১) নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় ধানমন্ডি থানায় মারুফ জামানের মেয়ে সামিহা জামান একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ২১৩। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার দুপুরে তার মেয়ে সামিহা জামান তার নিখোঁজ হওয়া নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ধানমন্ডি ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বাস করেন। সোমবার তার মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল। তাই  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডির বাসা থেকে প্রাইভেটকার করে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরো জানান, খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩শ’ ফিট এলাকার রাস্তা থেকে তার প্রাইভেটকারটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সারাদেশের থানাগুলোয় ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, মারুফ জামান রাষ্ট্রদূত হিসেবে ভিয়েতনামে কর্মরত ছিলেন।

এমসি/এসএস 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়