close
ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ০২ পৌষ ১৪২৪

ঢাকায় ফরাসি নাগরিক নিখোঁজ

আরটিভি অনলাইন নিউজ
|  ২০ এপ্রিল ২০১৭, ১৫:৫৫
ঢাকায় একজন ফরাসি নাগরিক নিখোঁজের খবর দিয়ে তার সন্ধান চেয়েছে ফরাসি দূতাবাস। ২৯ বছর বয়সী আর্থার অ্যাঞ্জি ১১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন বলে দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে কোনো তথ্য থাকলে  এই ০১৭১৩০৯০৪৫০ নাম্বারে জানাতে অনুরোধ করা হয়েছে।

১১ জানুয়ারি শেষ বার তাকে ঢাকায় দেখা গেছে। নিখোঁজ আর্থার অ্যাঞ্জি সাধারণত হেঁটে বা অন্যের গাড়িতে এবং মাঝে মাঝে পাবলিক গাড়িতে করে ঘুরে বেড়াতেন।

দূতাবাস সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ফরাসি দূতাবাস  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে।

দূতাবাস আরো জানায়, তার বিষয়ে এখনো এর চেয়ে বেশি এবং সুনির্দিষ্ট কোন তথ্য নেই। তাকে  জানুয়ারির ১১  শেষবার তাকে ঢাকায় দেখা গিয়েছে এটিই সবশেষ তথ্য। দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে  যোগাযোগ রাখছে।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়