• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৩

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক ১ জনকে কুষ্টিয়া মেডিক্যালে নেয়ার জন্য বলা হয়েছে।

রোববার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেতবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন ও প্রতিবেশী গোলাম হোসেনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে এদিন সকালে ‘স’ মিল বসানোর জন্য মাটি কাটার কাজ করছিলেন জমির উদ্দীন ও তার পরিবারের লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সাদিয়া বলেন, গোলাম হোসেনের পক্ষের সেকেন্দার আলীর (৫০) ডান হাত ভেঙে যাওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যালে নেয়ার জন্য বলা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh