• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট অযৌক্তিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭

বাস চালক জমির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট অযৌক্তিক আন্দোলন। এতে কোনো লাভ হবে না। জনগণের ভোগান্তি বাড়বে। এতে তাদের প্রতি জনগণের আস্থা কমবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে জাতীয় ঈদগাহ’র সামনে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিক মিশুক মুনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুর মামলার রায়ের পর পরিবহন শ্রমিকরা আমার কাছে পরামর্শ চেয়েছিলেন। তখন আমি তাদের বলেছিলাম আদালতের রায় অমান্য করা যাবে না। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে আপিল করতে পারেন।

গেলো বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ার ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। মার্চ ও জুনে দু’দফায় দাম বাড়বে ১৪ শতাংশ। তাই গ্যাসের দাম বাড়ায় সিএনজিচালিত বাসভাড়া বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভাড়া বাড়বে কি না তা এখনই বলা যায় না। এর আগেও জ্বালানির দাম বাড়ার পর ভাড়া বাড়েনি।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh