• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মন্দিরে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারের উদ্বেগ

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১০

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণা কালিমন্দিরে হামলা ও দখলের পায়তারার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার সোমনাথ হালদার। শনিবার দুপুরে সোমনাথ দক্ষিনা কালিমন্দিরে পরিদর্শনে এ উদ্বেগ প্রকাশ করেন।

মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহকারি হাইকমিশনারকে মন্দিরে কতিপয় 'সন্ত্রাসী'র হামলা ও জমি দখলের পায়তারার বিষয়টি অবহিত করেন। এসময় সোমনাথ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে বড় বাধা। আমি আশা করছি, বাংলাদেশের সরকার এ বিষয়ে দরকারি ব্যবস্থা নেবে।

গেলো ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দিরের পুর্ব দিকে বাউন্ডারী ওয়াল নির্মানে বাধা প্রদান করেন। হামলার ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করা হয়।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh