• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারত পাচারকালে ৭ কিশোর উদ্ধার, আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৩

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় ৭ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় ১ পাচারকারীকেও আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আরটিভি অনলাইনকে বলেন, বগুড়া জেলার নন্দী উপজেলার তেঘরি গ্রাম থেকে ৭ কিশোরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাডু এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কতিপয় পাচারকারী।

গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ সিআইডি পুলিশের একটি দল শহরের আরাপপুর বাসস্টান্ডে বেনাপোলগামী বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ৭ কিশোরকে উদ্ধার করে। পরে তাদের সঙ্গে থাকা পাচারকারী আইয়ুব হোসেনকে আটক করা হয়। তিনি বগুড়া জেলার বেথুলি গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

উদ্ধারকৃত শিশুরা হলো, তেঘরি গ্রামের হাফিজুর (১৪), জহুরুল (১৪), মামুন (১৫), রনি আলী (১৮), রনি আহমেদ (১৪), আব্বাস আলী (১৪) ও রজব আলী (১৪)।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh