• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রদলের হামলায় ১৩ পুলিশ হাসপাতালে

অনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০১

সমাবেশে বাধা দেয়ায় নেত্রোকোণার কেন্দুয়া উপজেলায় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে ১৩ পুলিশ সদস্য আহত হয়েছে। জানালেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

শুক্রবার দুপুরে কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম বলেন, কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রদল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাদের বাধা দেয়া হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে ১৩ পুলিশ সদস্য আহত হন।

অন্যদিকে ছাত্রদলের দাবি তাদের সমাবেশের শেষ দিকে হঠাৎ পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে।

আহতরা হলেন, এসআই সামেদুল হক, সঞ্জয় সরকার, আল আমিন, আবুল বাশার, আব্দুল কাদের, এএসআই জালাল আহমেদ, কনস্টেবল সুমন মিয়া, মিজানুর রহমান, জাকির হোসেন, আবুল খায়ের, সোহেল রানা, আব্দুল কুদ্দুস ও রফিকুল ইসলাম।

ছাত্রদলের হামলায় আহত পুলিশ সদস্যদের প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসায় নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh