• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ি ফিরলেন খাদিজা

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৫

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস নিজ বাড়িতে ফিরেছেন। টানা ছয় মাস ঢাকায় চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার আউশা গ্রামের নিজ বাড়িতে পৌঁছান তিনি।

দুপুর ১টার দিকে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়ি করে বাড়িতে আসে।

বিমান বন্দরে নেমে সাংবাদিকদের বলেন, ‘ আমি চাই বদরুলের দ্রুত বিচার হোক। তার শাস্তি হোক।’

সবশেষ সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ জানায়, খাদিজা এখন প্রায় সুস্থ। তবে তাঁর সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে আরো ক'বছর সময় লাগবে।

খাদিজাকে হত্যাচেষ্টার অভিযোগের মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এ মামলার একমাত্র আসামি। বদরুল কারাগারে রয়েছে।

গেলো বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে হামলার শিকার হন খাদিজা। ঘটনার পর জনতা বদরুলকে ধরে পুলিশে দেয়।
সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যালে, পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে ২৮ নভেম্বর তাকে সিআরপিতে ভর্তি করা হয়।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh