• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নামবে ওসমানী বিমানবন্দরে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৯

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের পরিধি বাড়াতে হাতে নেয়া হয়েছে ৪শ' বায়ান্ন কোটি টাকার প্রকল্প। সিলেট শহর থেকে ৯ কিলোমিটার দূরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯৯৮ সালে লন্ডন-দুবাই-সিলেট রুটে বিমান চলাচলের মধ্যে দিয়ে এর যাত্রা শুরু। প্রতিবছর এ বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে যাতায়াত করেন বিপুলসংখ্যক যাত্রী।

তাই বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি একনেকের সভায় এ প্রকল্প অনুমোদন পেয়েছে ৪শ’৫২ কোটি টাকা।

এদিকে সরকারের এমন উদ্যোগে দারুণ খুশি প্রবাসীরাও। তাদের মতে, বিমানবন্দরের উন্নয়ন হলে সহজ ও নিরাপদ যাতায়াতের পাশাপাশি বিনিয়োগেও আগ্রহী হবে প্রবাসীরা।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্প বাস্তবায়ন হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হবে ওসমানী বিমানবন্দর।

তবে স্থানীয়রা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ সফলভাবে সমাপ্ত হলে প্রবাসে অবস্থানরত সিলেটের পাশাপাশি আশপাশের জেলার বাসিন্দারাও সুফল পাবেন।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh