• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'ভোটে না এলে অস্তিত্ব থাকবে না বিএনপির'

আরটিভি অনলাইন রিপোর্ট, মেহেরপুর

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬

২০১৪ সালের জাতীয় নির্বাচনের মতো সামনের নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয়, তাহলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না। বললেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির জনসভায় যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেনন আরো বলেন, এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইসি নিয়ে কোনো বিতর্ক নেই।

খালেদা জিয়া কারাগারে গেলে এই দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে ক্ষমতাসীন মহাজোটের শরীক দলের প্রধান বলেন, জনগণ তাদের এই হুমকিতে সাড়া দেবে না। কারণ আইনে চোখে সব অপরাধী সমান। খালেদা জিয়া দণ্ডিত হলে পৃথিবী উল্টে যাবে বলে আমরা মনে করিনা। তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই যার ভিত্তিতে তারা নির্বাচনকে প্রতিহত করতে পারে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh