• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কাস্টমসের কাজে বিঘ্ন ঘটলেই ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫

কাস্টমস হাউজের কাজে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বললেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম হাউজে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় রাজস্ব আদায়ের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেয়া হবে না।

তিনি বলেন, কাস্টমসের ভেতরে-বাইরে কর্মকর্তাদের জন্য যারা হুমকী হিসাবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

বৈঠকে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, এনবিআর সদস্য ফরিদ উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh